[email protected] শনিবার, ৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

১০ জনেও দুর্দান্ত বার্সা, শীর্ষের দৌড়ে এগিয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:১৬ পিএম

ছবি: সংগৃহীত

১০ জনের দল নিয়েও সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষ তিনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বার্সেলোনা। রোববার রাতে ৪-১ গোলের বিশাল জয়ে এগিয়ে যাওয়ার পর লাল কার্ড পেলেও শক্তিমত্তার চিহ্ন রেখে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

প্রথমার্ধেই গোলের বৃষ্টি শুরু হয়ে যায়। ম্যাচের শুরুতেই ঝড়ো আক্রমণ চালায় বার্সেলোনা। ৭ মিনিটে রবার্ট লেওয়ানডোস্কি গোল করে দলকে এগিয়ে দেন। তবে মাত্র এক মিনিটের ব্যবধানে রুবেন ভার্গাস সেভিয়ার হয়ে সমতা ফেরান।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে নেমেই দাপট দেখায় বার্সা। ৪৭ মিনিটে লোপেজ বেঞ্চ থেকে নেমেই দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে আবার এগিয়ে নেন। এরপর ৫৫ মিনিটে রাফিনহার দুর্দান্ত দূরপাল্লার শটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

লাল কার্ডের ধাক্কা, তবুও বার্সার দাপট ছিল ম্যাচ জুড়ে। ৫ মিনিটের ব্যবধানে ম্যাচের রং বদলে যায়। ৬০ মিনিটে জিব্রিল সাওকে বিপজ্জনক ট্যাকলের কারণে লোপেজ সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

তবে একজন কম নিয়েও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি কাতালানদের। বরং রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ভয়ংকর রূপ নেয় দলটি। ম্যাচের ৮৯ মিনিটে এরিক গার্সিয়া হেডে দুর্দান্ত এক গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকার হালচাল:  এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৪৮। ২য় স্থানের অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।  শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ২ পয়েন্ট কম

অর্থাৎ, একটি জয়ই তাদের শীর্ষস্থান ছোঁয়ার পথে নিয়ে যেতে পারে। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শিরোপা লড়াইয়ে বার্সেলোনা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর