শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা শেষ হলো ১৪ বছর পর। গলে দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা না দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া, সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতায় আগের দিনই শ্রীলঙ্কার হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, চতুর্থ দিনের সকালে সেটাই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে স্টিভেন স্মিথের দল।
লাঞ্চের আগেই গলের ম্যাচ শেষ করে ফেলে অস্ট্রেলিয়া। আগের দিনের ৮ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা মাত্র ২০ রান যোগ করেই গুটিয়ে যায়। এতে অজিদের সামনে দাঁড়ায় মাত্র ৭৫ রানের সহজ লক্ষ্য।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ম ওভারে ট্রেভিস হেড (২৩ বলে ২০) আউট হলেও, উসমান খাওয়াজা ও মারনাস লাবুশানে মিলে সহজেই জয় এনে দেন সফরকারীদের।
প্রথম ইনিংসেই ম্যাচে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে মাত্র ২৫৭ রান তোলে তারা। জবাবে অস্ট্রেলিয়া স্মিথ ও আলেক্স কেয়ারির সেঞ্চুরিতে ৪১৪ রানের বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। কুশল মেন্ডিস দুই ইনিংসেই ফিফটি করেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন ৭৬ রান, কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় ধসে পড়ে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ান স্পিনার ন্যাথান লায়ন ও ম্যাথু কুহেনম্যান লঙ্কান ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ান। তাদের দুর্দান্ত বোলিংয়েই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।
এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করল অস্ট্রেলিয়া। আগেই ফাইনাল নিশ্চিত করা দলটি ১৯ টেস্টে ১৩ জয় নিয়ে শীর্ষে থেকেই চক্র শেষ করেছে। আর শ্রীলঙ্কা ১৩ টেস্টে ৫ জয় নিয়ে অবস্থান করছে ছয় নম্বরে।
এসআর
মন্তব্য করুন: