[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনা-ব্রাজিলের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৫:২৬ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ফুটবলের ভবিষ্যৎ তারকারা নিজেদের সামর্থ্যের পরিচয় দিচ্ছে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, আর ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে ১-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল।

কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনা শুরু থেকেই আধিপত্য দেখায়। ম্যাচের ৩৫তম মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে নেন। এর সাত মিনিট পর, ৪২ মিনিটে অগাস্তিন রুবের্তোর গোল ব্যবধান দ্বিগুণ করে। দ্বিতীয়ার্ধে চিলি একটি গোল শোধ করলেও ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তে যুবারা।

অন্যদিকে, উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ছিল ব্রাজিল। তবে ম্যাচের ৫৭তম মিনিটে ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেলেসাও।
তবুও দমে যায়নি ব্রাজিলের যুবারা। ৭৪ মিনিটে ফরোয়ার্ড পেদ্রো গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

এ জয়ের ফলে আর্জেন্টিনা ও ব্রাজিল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে শক্ত অবস্থান তৈরি করল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর