[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

হামজার মতো আরও ফুটবলার দরকার: জামাল ভুঁইয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫ ৬:৫৪ পিএম

বাংলাদেশ দলে যদি আরও কয়েকজন হামজা চৌধুরী থাকতেন, দেশের ফুটবলের চেহারাই বদলে যেত—এমনটাই মনে করছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার মতো শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য আশীর্বাদ বলে মনে করেন তিনি।

কোচিং ক্যারিয়ার শুরু করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার ফাঁকে জামাল বলেন, “হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। আরও তিন-চারজন হামজা থাকলে দেশের ফুটবল অনেক এগিয়ে যেত।”

হামজা চৌধুরী, বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার, ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। এর পর ধারে বার্টন অ্যালবিয়নে এবং সর্বশেষ ওয়াটফোর্ডে খেলেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। লাল-সবুজ জার্সি পরে তাকে দেখা যেতে পারে ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে।

বর্তমানে জামালসহ দেশের সাবেক এবং বর্তমান ২৪ জন ফুটবলার বাফুফের এএফসি 'এ' ডিপ্লোমা কোর্সে অংশ নিচ্ছেন। কোর্সে অংশগ্রহণের পাশাপাশি জামাল তার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন উঠতি ফুটবলারদের সঙ্গে। বাফুফে একাডেমির ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর পর জামাল তাদের উৎসাহ দিয়ে বলেন, “আমিও একসময় তাদের মতো ছিলাম। আজ তারা আমাকে আইডল মনে করছে—এটা গর্বের। আমি ওদের বলেছি, স্বপ্ন অনুসরণ করতে হবে এবং নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে।”

ক্লাব ফুটবলে খেলা নিয়ে কিছুটা ঝামেলায় আছেন জামাল। আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার কারণে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তি করেও খেলতে পারছেন না। তবে এই জটিলতা দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তিনি। “আবাহনীর সঙ্গে ইস্যুটি হয়ে গেছে। এটা আমার নয়, তাদের সিদ্ধান্ত ছিল। আশা করি ১০ দিনের মধ্যে সমাধান হবে।”

বাংলাদেশের ফুটবলে হামজার সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য শুধু প্রতীকী নয়, প্রভাবশালীও হতে পারে বলে মনে করছেন অনেকে। তার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। পাশাপাশি, জামালের মতে, শীর্ষ পর্যায়ের এই ধরনের খেলোয়াড়ের উপস্থিতি শুধু দলের পারফরম্যান্সই নয়, বাংলাদেশের ফুটবলকেও বিশ্বমঞ্চে তুলে ধরতে সহায়ক হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর