মালয়েশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।
‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ নেপাল ছাড়াও খেলবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। আজকের ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।
বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ছিল দারুণ। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে রানার্স-আপ হয় দলটি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও জয় তুলে নিয়েছে তারা।
দলের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী অধিনায়ক সুমাইয়া আক্তার জানিয়েছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি। আমাদের দল অনেক শক্তিশালী। যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে ভালো কিছু হবে বলে আশা করছি।’
প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী দল।
এসআর
মন্তব্য করুন: