[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বিপিএল

সোহান ঝড়ে উড়ে গেলো বরিশাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৫:৩৬ পিএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ৭:২২ পিএম

শ্বাসরুদ্ধকর শেষ ওভারে সোহানের বীরত্বে রংপুরের জয়, বরিশালকে হারাল ৩ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচটি জমে ওঠে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের নায়কোচিত ইনিংসে। শেষ ওভারে ২৬ রান দরকার থাকলেও সোহানের অপরাজিত ৭ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংসে রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে। এটি ছিল রংপুরের টানা ৬ষ্ঠ জয়।

ফরচুন বরিশাল প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপে পাওয়ারপ্লে পর্যন্ত বিনা উইকেটে ৪৬ রান তুলে ফেলে বরিশাল। এরপর, কামরুল ইসলাম রাব্বি ১১তম ওভারে তামিম এবং শান্তকে আউট করে গুরুত্বপূর্ণ কুশলতা প্রদর্শন করেন। কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে, ২৯ বলে ৬১ রান করে তিনি অপরাজিত থাকেন। এছাড়া ফাহিম আশরাফও ৬ বলে ২০ রান করে রংপুরের বোলারদের চাপে ফেলে দেন।

রংপুরের পক্ষে কামরুল ইসলাম রাব্বি ২ উইকেট নিয়ে বল হাতে আলো ছড়ান। মোহাম্মদ সাইফউদ্দিন এবং আকিফ জাভেদ ১টি করে উইকেট শিকার করেন।

রংপুরের লক্ষ্য ছিল ১৯৮ রান, তবে শুরুতেই তাদের ওপেনার অ্যালেক্স হেলস দ্রুত ফিরে যান। সাইফ হাসান ও তাওফিক খান মিলে দলের রানের গতিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে, মোমেন্টাম পেতে বেশ কিছু উইকেট হারাতে হয় রংপুরকে। ১৭১ রান হওয়ার পর, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ ক্রিজে এসে গতি বাড়ান।

১৮তম ওভারে ইফতিখারের বিদায়ের পর রংপুরে কিছুটা চাপ সৃষ্টি হয়, কিন্তু সোহান একাই দলকে জয় এনে দেন। শেষ ওভারে ২৬ রান দরকার ছিল, এবং সোহান প্রথম দুই বলেই ১০ রান এনে দলকে সুযোগ দেন। এরপর পরবর্তী দুই বলেই ১০ রান তুলে দেন। শেষ বলে এক দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন সোহান।

এর মাধ্যমে, রংপুর রাইডার্স টানা ৬ ম্যাচে জয় পেয়েছে এবং তাদের শক্তিশালী ফর্ম বজায় রেখেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর