আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে গাভি ও লামিন ইয়ামালের গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সা। ১৭ মিনিটে আলেহান্দ্রো বাল্দের কাট-ব্যাক থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে গাভি প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গাভির পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল, পাশাপাশি অ্যাসিস্ট আছে ১২টি।
বিলবাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষক ভয়চেক স্টান্সনির দৃঢ়তায় তা ব্যর্থ হয়। শেষ দিকে বিলবাও দু'বার বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
বার্সেলোনা গত আসরে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হারলেও এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে ফাইনালে লড়াই করবে। প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পর।
এসআর
মন্তব্য করুন: