[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যানফিল্ডে ম্যানইউর চমক, পয়েন্ট খোয়াল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৪:১১ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে বাজে ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড রোববার অ্যানফিল্ডে দুর্দান্ত লড়াই করে ২-২ গোলে ড্র করেছে। লিগে টানা তিন ম্যাচে হারের পর এই ড্র রেড ডেভিলদের জন্য জয়ের মতোই আনন্দের।

ম্যানইউ শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছে। ম্যাচের ৫২ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত গোলে সফরকারীরা এগিয়ে যায়। তবে লিভারপুল দ্রুতই ঘুরে দাঁড়ায়। ৫৯ মিনিটে নেদারল্যান্ডসের কোডি গাকপোর গোলে সমতায় ফেরে অল রেডরা। ৭০ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে গোল লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

তবে ম্যাচের নাটকীয় মোড় আসে শেষ দিকে। ম্যানইউর তরুণ উইঙ্গার আমাদ আইভরি কোস্টের হয়ে দুর্দান্ত এক গোল করে ৮০ মিনিটে স্কোরলাইন ২-২ করেন। শেষ মুহূর্তে আরেকটি দারুণ সুযোগ পেলেও আমাদের হেড গোলবারের বাইরে দিয়ে চলে যায়।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থাতে ১৯ ম্যাচ শেষে লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪০, তবে তারা খেলেছে ২০ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ড্র ম্যানইউর জন্য অনুপ্রেরণার, বিশেষ করে তাদের সাম্প্রতিক বাজে ফর্মের পর। অন্যদিকে, লিভারপুলের জন্য এটি সতর্কবার্তা। টেবিলের শীর্ষে থাকলেও তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর