[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ভারতের পতন: বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার হাতে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৩:৪৮ পিএম
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ৪:০০ পিএম

এক দশকের অপেক্ষা শেষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামী জুনে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অসিরা।

ভারত বুকভরা আশা নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিল। প্রথম ম্যাচে পার্থে অবিশ্বাস্য জয় ভারতীয় শিবিরে আশা জাগালেও এরপরই ছন্দ হারায় রোহিত-কোহলিরা। অ্যাডিলেইড ও মেলবোর্ন টেস্টে হারের পর সিডনিতেও তারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তবে ব্যাটারদের দীনতাই ছিল তাদের সর্বনাশের মূল কারণ। প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় সফরকারীরা। উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত খেলেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ড তুলে নেন ৬ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায়। তবে ভারতের ৪ রানের লিডের সুবিধা ধরে রাখতে পারেনি ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটাররা আরও হতশ্রী পারফরম্যান্স করেন। রিশাভ পান্তের লড়াকু ৬১ রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস আসেনি। ফলে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় দলটি।

মাত্র ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা সমস্যায় পড়ে স্বাগতিকরা। উসমান খাজা ও মারনাস লাবুশেনের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে নবাগত ব্যু ওয়েবস্টার ও ট্রাভিস হেডের দৃঢ় ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়েবস্টার ৩৯ ও হেড অপরাজিত ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।

সিরিজের প্রথম ম্যাচে পার্থে জয় পেয়েছিল ভারত। কিন্তু পরবর্তী তিন ম্যাচে একের পর এক হার ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয়।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু ট্রফি পুনরুদ্ধার করেনি, বরং জুনে অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গাও করে নিয়েছে। ভারতীয় দলের জন্য এই সফর হতাশার হলেও বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপুটে প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত (১ম ইনিংস): ১৮৫ (পান্ত ৪০; বোলান্ড ৬/৪৫)
অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ১৮১ (ওয়েবস্টার ৫৭; সিরাজ ৩/৫১)
ভারত (২য় ইনিংস): ১৫৭ (পান্ত ৬১; কামিন্স ৩/৪৪)
অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ১৬২/৪ (হেড ৩৪*, ওয়েবস্টার ৩৯*)

ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

সিরিজ: অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর