[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

নিরাপত্তাকর্মীকে আঘাতে নিষিদ্ধ ব্রাজিলিয়ান কুইয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫ ৪:০৬ পিএম

ছবি: সংগৃহীত

নিরাপত্তাকর্মীর সঙ্গে অশোভন আচরণ ও কনুই দিয়ে আঘাত করার দায়ে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের স্ট্রাইকার ম্যাথিউস কুইয়াকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একইসঙ্গে, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৪ ডিসেম্বর, ইপসউইচ টাউনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে। ওইদিন ঘরের মাঠে উলভস ২-১ গোলে হেরে যায়। হারের পর হতাশায় জর্জরিত কুইয়া প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্কে জড়ান এবং আচমকা তাকে কনুই দিয়ে আঘাত করেন। ঘটনাটি এখানেই শেষ হয়নি; কুইয়া নিরাপত্তাকর্মীর চশমা কেড়ে নেন, যা আরও বিতর্ক উসকে দেয়।

কুইয়ার এমন আচরণ ফুটবলমহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এফএ-এর তদন্ত কমিটি ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ এবং মোটা অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত জানায়।

কুইয়ার নিষেধাজ্ঞায়  উলভসের জন্য বড় ধাক্কা। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন। তার ঝুলিতে রয়েছে ১০ গোল, যা উলভসের আক্রমণভাগের অন্যতম ভরসা। নিষেধাজ্ঞার ফলে কুইয়া প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট এবং এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।

উলভসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কুইয়ার এমন আচরণ ক্লাবের নীতি-আদর্শের সঙ্গে যায় না। ক্লাব এফএ-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, কুইয়া নিজেও ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। যা করেছি, তা অনুচিত। আমি ওই নিরাপত্তাকর্মীর কাছে ক্ষমা চাইছি এবং আমার ভুল থেকে শিক্ষা নেব।”

ফুটবল বিশ্লেষকরা কুইয়ার শাস্তিকে যথাযথ বলছেন। প্রাক্তন ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ এই ঘটনাকে ‘ক্রীড়াসুলভ আচরণের চরম ব্যত্যয়’ হিসেবে অভিহিত করেছেন। উলভসের সমর্থকরা তাদের তারকা খেলোয়াড়কে হারানোর কারণে হতাশ। তবে অনেকে ক্লাবের নেওয়া অবস্থানকে ইতিবাচক বলছেন এবং কুইয়ার কাছ থেকে ভবিষ্যতে আরও পেশাদার আচরণের প্রত্যাশা করছেন।

কুইয়ার নিষেধাজ্ঞার ফলে উলভসের আক্রমণভাগে ফাঁক তৈরি হবে। তবে কোচ গ্যারি ও’নিল জানিয়েছেন, দল এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

কুইয়ার ঘটনাটি প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়টি আবারও আলোচনায় এনেছে। ফুটবলে আবেগের গুরুত্ব থাকলেও, তা শালীনতার সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য—এফএ-এর সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর