[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯ এএম
আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২:৫৩ পিএম

ফাইল ছবি

কিছুদিন আগেও  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে এবার শিরোপা হাতে তুলতে ব্যর্থ হলো মেয়েরা। ১১৮ রানের সহজ লক্ষ্য পেয়েও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেল ৪১ রানে। এ জয়ে নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। দুই ওপেনার কামিলনী ও তৃষার ২৩ রানের জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। এরপর ভারত কিছুটা চাপে পড়লেও নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায়। নিকি ২১ বলে ১২ রান এবং তৃষা করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা মোটামুটি ভালো করলেও ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাঝপথেই। ২ উইকেটে ৪৪ রান তোলার পর থেকেই ধস নামে।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়ের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন। ওপেনার ফাহমিদা চয়া করেন ১৮ রান। তবে তাদের ইনিংস দীর্ঘায়িত করতে ব্যর্থ হয় বাকিরা।

ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন। আইয়ুশি শুক্লা দুর্দান্ত বোলিং করে মাত্র ১৭ রানে তুলে নেন ৩ উইকেট।

ফাইনালের এই হার মেয়েদের জন্য কষ্টদায়ক হলেও পুরো টুর্নামেন্টে তাদের লড়াই প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে শিরোপা জয়ের আশা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে তাদের পারফরম্যান্স।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর