[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

হামজা চৌধুরীকে নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন : তাবিথ আউয়াল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪ ৫:২৪ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ৬:৩৬ এএম

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে খেলার সম্ভাবনা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফা স্ট্যাটাস কমিটির অনুমতির জন্য রাতে ফিফার সদর দপ্তরে যাচ্ছেন।

তাবিথ আউয়াল এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে উল্লেখ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।”

ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার্স স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এই মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণকে জানাতে চাই, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয়ে বাফুফে প্রয়োজনীয় সবকিছু করছে। কিন্তু এই ফটো কার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক।’

সামাজিক মাধ্যমে এ ধরনের অসত্য তথ্য না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, ‘আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেওয়ারও অনুরোধ করছি।’

তিনি সবাইকে এই ধরনের মিথ্যা তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভুয়া সোশ্যাল মিডিয়া পেজগুলোর বিভ্রান্তিকর প্রচারে সতর্ক থাকার পরামর্শ দেন।

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে খেলার জন্য ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন প্রয়োজন। প্রক্রিয়া এগিয়ে নিতে বাফুফে সক্রিয়ভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছেন সভাপতি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর