[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকা বড় সংগ্রহের পথে, বাংলাদেশের বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ৩:৪১ পিএম

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

১৩৭ ওভার শেষে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে ৫৩২ রান তুলেছে। দুই সেঞ্চুরি এবং তিনটি ফিফটির উপর ভর করে প্রোটিয়ারা বাংলাদেশের বিপক্ষে এই রানের পাহাড় গড়েছে। উইকেটে আছেন উইয়ান মুলদার ৭৯ এবং সেনুরান মুথাসামি ৫১ রানে। খেলা চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে।

প্রথম দিন থেকেই বাংলাদেশকে চাপের মধ্যে রেখেছে দক্ষিণ আফ্রিকা। নিরেট ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশি বোলাররা প্রথম দিন ৮১ ওভার বল করেও মাত্র ২টি উইকেট নিতে সক্ষম হয়।

প্রথম দিনেই সেঞ্চুরি করে যান দুজন ব্যাটার।

ত্রিস্টান স্টাবস ১০৬ রান করে আউট হলেও, টনি ডি জর্জি ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। আজ সকালে ডি জর্জি এবং ডেভিড বেডিংহ্যাম দক্ষিন আফ্রিকাকে ৪০০ রানের দিকে নিয়ে যান।

তাদের দুজনের ১১৬ রানের পার্টনারশিপের পর, বাংলাদেশ বোলারদের মধ্যে ঘূর্ণি জাদু দেখান তাইজুল ইসলাম। একে একে বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে ফিরিয়ে দেন তিনি, যার ফলে ৩৮৬ থেকে ৩৯১ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৩টি উইকেটের পতন ঘটে।

তাইজুলের এই সাফল্যের পর মুলদারের সাথে জুটি বাঁধেন রায়ান রিকেলটন, যা বাংলাদেশের জন্য নতুন মাথাব্যথা হয়ে দাঁড়ায়।

তবে শেষ পর্যন্ত, নাহিদ রানা রিকেলটনকে ১২ রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ বানিয়ে বিদায় করেন।

দক্ষিণ আফ্রিকার এই বিশাল সংগ্রহ এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং না করলে তাদের জন্য ম্যাচে টিকে থাকা কঠিন হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর