[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

নামাজ ছুটে গেলে তাৎক্ষণিক করণীয়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৭:৩২ পিএম

নামাজ ছুটে গেলে করণীয়

 

১. কাজা নামাজ আদায় করা

যদি কোনো কারণে নামাজ সময়মতো পড়া না যায়, তখন যত দ্রুত সম্ভব ছুটে যাওয়া নামাজ পড়তে হবে।

উদাহরণ: অফিস মিটিংয়ের কারণে জোহর নামাজ পড়া না গেলে মিটিং শেষে সঙ্গে সঙ্গে পড়া।

যদি পরবর্তী নামাজের সময় এসে যায়, তবে আগে ছুটে যাওয়া নামাজ, পরে বর্তমান নামাজ পড়তে হবে।

২. সচেতনতা ও গুরুত্ব

নামাজ তুচ্ছ বিষয় নয়। মুসলিমরা প্রত্যেক ওয়াক্তের নামাজ গুরুত্ব দিয়ে পালন করেন।

নিয়মিত বৈধ কারণ ছাড়া নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ হিসেবে গণ্য হবে।

৩. তওবা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

নামাজ ছুটে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

ভবিষ্যতে সময়মতো নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে হবে।

৪. নির্দিষ্ট নিয়মের অনুসরণ

নামাজের সময় অন্য কাজ থেকে বিরতি নিয়ে আল্লাহর স্মরণ ও দোয়ার জন্য নির্ধারিত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর