মেডিকেল শিক্ষার প্রয়োজনে মানবদেহের পোস্টমর্টেম বা অ্যানাটমিক্যাল ডিসেকশন একটি নিয়মিত প্রক্রিয়া।
তবে মানুষের দেহ কাটাছেঁড়া করা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না—এ নিয়ে প্রশ্ন পাঠিয়েছেন জামালপুরের আবু সাঈদ।
শরিয়তে মৃতদেহের সম্মান রক্ষা করা অপরিহার্য। কুরআনে বলা হয়েছে—
“আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।” (সূরা বনি ইসরাইল, ৭০)
এ সম্মান জীবিত অবস্থার মতো মৃত্যুর পরও বহাল থাকে।
রাসূলুল্লাহ (সা.) বলেন—
“মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় তার হাড় ভাঙার মতোই।” (আবু দাউদ, ৩২০৭)
এ হাদিস স্পষ্ট করে যে মৃতদেহের সঙ্গে অসম্মানজনক আচরণ নিষিদ্ধ।
শরিয়তের গুরুত্বপূর্ণ নীতি হলো—
“অনিবার্য প্রয়োজন নিষিদ্ধকে অনুমোদনযোগ্য করে তোলে।”
আধুনিক চিকিৎসা শিক্ষা, সার্জারি শেখা, রোগের প্রকৃতি নির্ণয় এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য মানবদেহের ডিসেকশন অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে। কেবল ডামি বা পশুর দেহ ব্যবহার করে সব শিক্ষা সম্ভব নয়।
সুতরাং শর্তসাপেক্ষে পোস্টমর্টেম বৈধ।
এসআর
মন্তব্য করুন: