[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

হজ ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করতে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে কোনো সিন্ডিকেট কার্যক্রম পরিচালনা করতে না পারে।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সিন্ডিকেট হাজিদের জিম্মি করার চেষ্টা করলেও এখন তা ‘জিরো পয়েন্টে’ নেমে এসেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন জানান, “গত বছর আমরা হাজিদের ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দিতে পেরেছি, এ বছরও তা সম্ভব হবে। আমরা নিজেরাই বাসাস্থান ভাড়া করব এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় করব।

হজকে আমরা সেবা ও ইবাদত হিসেবে দেখি, তাই দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ রাখা হবে না। কেউ ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ছাড়া তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচনী আমেজে ঝলমল করছে। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত ও সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর