[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ফরজ গোসলের সময় নারীদের লম্বা চুল কতটুকু ধোয়া জরুরি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৯:০৬ পিএম

সংগৃহীত ছবি

ফরজ গোসলের সময় নারীরা চুলের খোঁপা বা বেণি খুলে সম্পূর্ণ চুল ধোবেন কি না—এ বিষয়ে অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে।

ইসলামী শরিয়তের আলোকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়।

ফরজ গোসলের মৌলিক বিধান

ইসলামে গোসল ফরজ হলে সম্পূর্ণ শরীর পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলেন—
“তোমরা যদি অপবিত্র হও, তাহলে নিজেকে পবিত্র করো।” (সুরা মায়েদা: ৬)
অর্থাৎ দেহের কোনো বাহ্যিক অংশ—চুল, ত্বক বা পশমের নিচের জায়গাও শুকনো থাকা যাবে না।

নারীদের লম্বা চুল ধোয়ার বিধান

যদি নারীদের চুল শক্তভাবে বাঁধা থাকে এবং গোসলের সময় খোঁপা বা বেণি খোলা কষ্টকর হয়, তবে সম্পূর্ণ চুল খুলে ধোয়া ফরজ নয়। চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট।

হজরত উম্মে সালামা (রা.) বর্ণনা করেন—
আমি রাসুলুল্লাহ (সা.)–কে জিজ্ঞেস করলাম, “গোসলের সময় কি শক্তভাবে বাঁধা চুলের বেণি খুলতে হবে?”
তিনি বললেন—
“না। মাথায় তিনবার পানি ঢেলে দাও এবং পুরো শরীরে পানি প্রবাহিত করো, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে।”
(সহীহ মুসলিম: ২৩১)

ফিকহের ব্যাখ্যা

হানাফি মাজহাবের বিখ্যাত গ্রন্থ বাহরুর রায়েক-এ বলা হয়েছে—
খোঁপা বা বেণি খোলা কঠিন হলে চুলের গোড়ায় পানি পৌঁছালেই যথেষ্ট।
তবে চুল খোলা থাকলে সম্পূর্ণ চুল ধোয়া সবার মতে ফরজ।

গোসলের তিনটি ফরজ

১. কুলি করা
২. নাকে পানি দেওয়া
৩. সম্পূর্ণ শরীরে পানি পৌঁছানো—চুল পরিমাণ জায়গাও শুকনো থাকা যাবে না

(সূত্র: বুখারি, ইবনে মাজাহ, আবু দাউদ)


গোসলের সময় করণীয় ও সতর্কতা

  • উঁচু স্থানে দাঁড়িয়ে গোসল করলে পানি সহজে গড়িয়ে যায়—এটি উত্তম।
  • শরীরের কোনো অংশ শুকনো থাকলে গোসল সহীহ হয় না।
  • নেইলপলিশ, কালি বা গ্লুর মতো বাধাসৃষ্টিকারী কিছু থাকলে তা তুলে নিচে পানি পৌঁছানো জরুরি।
  • পুরুষের দাঁড়ি ও নারীর চুলের গোড়ায় ভালোভাবে পানি পৌঁছাতে হবে।
  • নারীরা নাকফুল বা কানের দুল নেড়ে ছিদ্র পর্যন্ত পানি পৌঁছাবেন।
  • দাঁতে স্থায়ী ক্যাপ থাকলে তা খুলতে হবে না; তবে সহজে খোলা যায় এমন কিছু থাকলে খুলে পানি পৌঁছানো জরুরি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর