[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ব্যান্ডেজের ওপর মোজা পরলে মাসেহ করা যাবে?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৬:৩৭ পিএম

শীতকালে অনেকেই চামড়ার মোজা ব্যবহার করেন। এ ধরনের

মোজার ওপর মাসেহের সময় কখন শুরু হয় ও কখন শেষ হয়—এ নিয়ে সাধারণত প্রশ্ন দেখা যায়।

ইসলামি বিধান অনুযায়ী, অজুর অবস্থায় মোজা পরার পর, যখন অজু ভঙ্গ হয়—সেই মুহূর্ত থেকে মাসেহের সময় গণনা শুরু হয়।

মুকিমের ক্ষেত্রে সময়সীমা: ১ দিন ১ রাত (২৪ ঘণ্টা)

মুসাফিরের ক্ষেত্রে সময়সীমা: ৩ দিন ৩ রাত (৭২ ঘণ্টা)


হজরত আলী (রা.) বর্ণিত সহিহ মুসলিমের (হাদিস ২৭৬) একটি বর্ণনায় নবী করিম (সা.) এ সময়সীমা নির্ধারণ করেছেন—মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য এক দিন এক রাত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর