[email protected] বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

নবী মুসা ও মা হাজেরা (আ.) যেভাবে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ১১:৫১ এএম

তাওয়াক্কুল অর্থ হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও নির্ভরতা।

ইসলামি ইতিহাসে মা হাজেরা (আ.) ও নবী মুসা (আ.)—উভয়ের জীবনেই তাওয়াক্কুলের অনন্য উদাহরণ পাওয়া যায়।

মা হাজেরা (আ.)-এর তাওয়াক্কুল

ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে হাজেরা (আ.) ও শিশু ইসমাঈলকে নির্জন মরুভূমিতে রেখে গেলে তারা চরম দূরবস্থায় পড়ে। পানি–খাবার ফুরিয়ে গেলে হাজেরা (আ.) সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে উদ্বিগ্ন হয়ে দৌঁড়াতে থাকেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা হারাননি। তাঁর এই ধৈর্য ও নির্ভরতার প্রতিদান হিসেবে আল্লাহ যমযমের অলৌকিক পানির উৎস দান করেন। সেই দৌড়ানো আজও হজ ও ওমরাহর সাঈ হিসেবে পালন করা হয়।

মুসা (আ.)-এর তাওয়াক্কুল

বনি ইসরাঈলকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে পালানোর সময় তারা লোহিত সাগরের সামনে আটকে পড়ে। পিছনে ফেরাউন, সামনে সমুদ্র—এমন চরম সংকটেও মুসা (আ.) আতঙ্কিত না হয়ে দৃঢ়ভাবে বলেন, “আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনি পথ দেখাবেন।” আল্লাহ তাঁর লাঠি দিয়ে সাগর দ্বিখণ্ডিত করেন, বনি ইসরাঈল মুক্তি পায় এবং ফেরাউন ডুবে যায়।

তাওয়াক্কুলের মূল শিক্ষা

এই ঘটনাদ্বয় দেখায়—

বিপদ যতই বড় হোক, আল্লাহর ওপর অকুণ্ঠ বিশ্বাসই মুক্তির পথ তৈরি করে।

নবী–রাসুলরা সর্বদা আল্লাহর ওপর নির্ভর করতেন।

আল্লাহর নাম ‘আল-ওয়াকিল’—অর্থাৎ যিনি সবকিছুর দায়িত্ব নেওয়ার উপযুক্ত।


তাওয়াক্কুল শুধু ইতিহাস নয়, বরং জীবনের সব কঠিন মুহূর্তের জন্য ঈমানদারদের চিরন্তন নির্দেশনা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর