মৃত্যু অপ্রতিরোধ্য: আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, প্রতিটি প্রাণী
মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। (সুরা আল ইমরান, আয়াত ১৮৫)
ফেরেশতাদের দায়িত্ব: মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মাওত আল্লাহর নির্দেশে মানুষসহ সব প্রাণীর রুহ কবজ করেন।
উদাহরণ: এক হাদিসে বলা আছে, মালাকুল মাওত আল্লাহর অনুমতি ছাড়া একটি মশার প্রাণও নিতে পারেন না।
বিশেষজ্ঞ ব্যাখ্যা: ইমাম কুরতুবি ও ইমাম মালিক ইবনে আনাস (রহ.) উল্লেখ করেছেন, কোরআনের আয়াত অনুযায়ী প্রাণীসহ সব জীবের মৃত্যু ও আত্মা কবজ করার দায়িত্ব মালাকুল মাওতের।
এসআর
মন্তব্য করুন: