[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
২ ভাদ্র ১৪৩২

ঢাকায় 'মার্চ ফর গাজা' কর্মসূচির ঘোষণা আজহারির


প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ৮:৪৭ পিএম

আজহারী

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কর্মসূচির বিস্তারিত জানান।

আজহারি জানান, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজনে আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তিনি নিজেও এতে উপস্থিত থাকবেন বলে জানান।

সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গাজাবাসীদের সমর্থনে দল-মত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর