গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
এবারের পর্বটি নিজামুদ্দিন মারকাজ অনুসারী (সাদপন্থি) তাবলিগ জামাতের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে বয়ান, নামাজ ও আখেরি মোনাজাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
নামাজ ও বয়ানের সময়সূচি:
- ফজর নামাজ: সকাল ৬:০০
- জোহর নামাজ: দুপুর ২:০০
- আসর নামাজ: বিকেল ৪:৩৫
- মাগরিব: ওয়াক্তমতো
- এশার বয়ান ও তাশকিল: এশার নামাজের ৩০ মিনিট পর
১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার):
- বাদ আসর আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হবে।
- প্রধান বয়ান: পাকিস্তানের মাওলানা হারুন সাহেব, বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী।
- বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন), তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
১৫ ফেব্রুয়ারি (শুক্রবার):
- বাদ ফজর বয়ান করবেন **মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)
মন্তব্য করুন: