[email protected] রবিবার, ৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সাঈদীর মাঠে ওয়াজ করবেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ১:৩৯ এএম

প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী ও আজহারী

দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রামের চকবাজার প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছে ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পাঁচ দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলের শেষ দিন, ৩১ জানুয়ারি, প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

চকবাজার প্যারেড ময়দান দীর্ঘদিন ধরে তাফসির মাহফিলের জন্য প্রসিদ্ধ ছিল। প্রয়াত ইসলামি বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এখানে ২৯ বছর ধরে ধারাবাহিকভাবে তাফসির মাহফিলে বয়ান করেছেন।

তবে, তার অনুপস্থিতিতে এই প্রথমবারের মতো মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০০৬ সালে প্যারেড ময়দানে সর্বশেষ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কারণে এই আয়োজন বন্ধ হয়ে যায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাবাস ও মৃত্যুর পর, প্যারেড ময়দানে এই আয়োজন নতুনভাবে শুরু হতে যাচ্ছে।

শনিবার (২৫ জানুয়ারি) ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে জানান, এবার মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯টি সাব-কমিটির সহায়তায় মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। তিনি আরও জানান, এবারের মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকবেন ড. মিজানুর রহমান আজহারী। তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই ইসলামি স্কলার বাংলা ও অন্যান্য ভাষায় তাফসির উপস্থাপনায় পারদর্শী।

এবারের মাহফিলে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠে না থাকলেও কাছাকাছি কয়েকটি স্থান, যেমন মহসিন কলেজ, কাজেম আলী হাইস্কুল ও গুলজার বেগম হাইস্কুলে নারী শ্রোতাদের বসার ব্যবস্থা করা হয়েছে।

মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা কাজ করবেন। এছাড়া শ্রোতাদের সুবিধার্থে প্যারেড মাঠের চারপাশে বিভিন্ন জায়গায় বড় পর্দায় লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হবে।

অধ্যক্ষ তাহের বলেন, ‘নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করছি, এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং এটি সবার জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর