[email protected] রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৭ পৌষ ১৪৩২

৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১:৪৭ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে।

তিনি দাবি করেন, এসব ব্যক্তিকে সেখানে আশ্রয় দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এবং ভারত থেকেই তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া এবং খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা উচিত ছিল।”

তিনি আরও বলেন, “যারা আমার দেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্ক হতে হবে ন্যায় ও সমতার ভিত্তিতে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দেব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্র গুলি করেন, তাহলে আমরা নীরব থাকার নীতিতে থাকব না। গুলি না করতে পারলেও প্রতিবাদ করব।”

এছাড়া তিনি অভিযোগ করেন, টেলিভিশন ও সিনেমার মাধ্যমে দেশে ভারতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। এই লড়াই তরুণ প্রজন্মকেই করতে হবে। আগের প্রজন্ম প্রকাশ্যে লড়াই না করে গোপনে যোগাযোগ রাখে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর