জামায়াতে ইসলামী সাবেক রুকন ও বর্তমানে কর্মী আল মাহমুদ হাজারীকে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
তার বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দাগনভূঞা পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. নুর নবী রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আল মাহমুদ হাজারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তিনি সভাপতি পদপ্রার্থী হয়েও নির্বাচন বন্ধের জন্য আবেদন করেন।
এ বিষয়ে তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে লিখিত অভিযোগ করলে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে নির্বাচনের আগের দিন ভোট স্থগিত করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আল মাহমুদ হাজারী। তিনি বলেন, ২০০৬ সালে দলের এক নেতার অবিচারের প্রতিবাদে তিনি জামায়াতে ইসলামীর রুকন পদসহ সব দায়িত্ব থেকে ইস্তফা দেন।
সে সময় তৎকালীন আমীর মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে তার ইস্তফা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তাকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: