ভোলার সদর উপজেলার ভেলামিয়া ইউনিয়নের বিশ্বরোড বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা জামায়াত সংশ্লিষ্ট তিনটি দোকান ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা বিশ্বরোড বাজারে গণসংযোগে নামেন।
এ সময় বিএনপির নেতাকর্মীরা ‘রাজাকার’ স্লোগান দিয়ে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামায়াতের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
ভেলামিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, সকালে বিজয় র্যালির প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীরা জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।
এতে দুইজন আহত হন, যাদের একজন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ঘটনার জের ধরেই সন্ধ্যায় পুনরায় হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে, ভেলামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার বলেন, প্রথমে জামায়াতের নেতাকর্মীরাই বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির লোকজন বিভিন্ন দিক থেকে এসে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে সংঘর্ষ বাধে।
এদিকে, ঘটনার পর ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
লিখিত বক্তব্যে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন দাবি করেন, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জামায়াতের ওপর হামলা চালাচ্ছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসআর
মন্তব্য করুন: