[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বিএনপির বিক্ষোভ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ২:০৭ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলাসহ সাম্প্রতিক নানা ঘটনায় দুষ্কৃতকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে হাদি জীবন-মৃত্যুর লড়াই করছেন বলেও জানান বিএনপির এ নেতা।

তিনি আরও বলেন, এর আগে চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকেও গুলি করে আহত করা হয়েছে।

এসব ঘটনার পেছনের দুষ্কৃতকারীদের শনাক্ত করে শাস্তির দাবিতেই ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর