[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি। তিনি শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন—
“রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।”

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময়।

ঘটনার পর বিএনপি নেতাদের মধ্যেও নড়েচড়ে বসেছে। হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ—দলের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। একই তথ্য নিশ্চিত করেন তিনি দুবার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন,
“দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।”

অন্যদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,
“আমরা শুনেছি তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। নিশ্চিত হওয়ার জন্য টিম পাঠানো হয়েছে। টিম কনফার্ম করলেই বিস্তারিত জানানো হবে।”

বর্তমানে হাদি ঢামেক হাসপাতালে জরুরি চিকিৎসাধীন রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর