ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার অবস্থা সংকটাপন্ন এবং তাকে বাঁচাতে দ্রুত প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। তার রক্তের গ্রুপ ‘বি নেগেটিভ’, যা তুলনামূলকভাবে বিরল। রক্ত সংগ্রহে বাংলাদেশ সেনাবাহিনীও সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বশীল সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাদির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে। জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করা হচ্ছে।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল মারাত্মক। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতর গুলি রয়ে গেছে এবং কানের পাশেও গুলি আঘাত করেছে।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্সকালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢামেকে আনা হয়।
এসআর
মন্তব্য করুন: