ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র
শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একই আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছামাত্রই ইনকিলাব মঞ্চের কর্মী ও হাদির সমর্থকদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসলে উপস্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা বাড়লে কয়েকজন সমর্থক তার দিকে এগিয়ে যান। এসময় সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে মির্জা আব্বাসকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা স্লোগান দিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন।
এর আগে দুপুরে বিজয়নগর এলাকায় রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন ওসমান হাদি। সেই সময় মোটরসাইকেলে আসা দুই আততায়ীর গুলিতে তিনি আহত হন। যারা গুলি চালিয়ে দ্রুত এলাকা থেকে সরে পড়ে। ঘটনাস্থল থেকে তাকে যারা হাসপাতালে আনেন, তাদের একজন মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিল–বিজয়নগর কালভার্টের কাছে এই হামলা হয় এবং হাদির বাম কানের নিচে গুলি লাগে। বর্তমানে তিনি ঢামেকের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন আছেন।
এসআর
মন্তব্য করুন: