[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৫:০৭ পিএম

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাব্যতা থাকা এবং

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে ভারতীয় ফোন নম্বর থেকে বহুবার ভয়ভীতি ও হত্যার হুমকি পেয়েছিলেন—এ কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঘটনার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে ভারতের ভেতর থেকে হাদির কাছে ধারাবাহিকভাবে মৃত্যুর হুমকি আসছিল, আর আজকের হামলা সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করে তুলেছে।

ফারুকীর মতে, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত না হলেও, এই ঘটনা কোনোভাবেই দায়মুক্ত নয়। তার ভাষায়, এটি কেবল একজন সম্ভাব্য প্রার্থীর ওপর আঘাত নয়—বরং ভিন্নমতের মানুষের কণ্ঠ রোধের চেষ্টা।

তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করে লেখেন, দেশ তার আরোগ্যের অপেক্ষায় আছে এবং সত্যিকারের পরিবর্তনের অনুরাগীদের দমিয়ে রাখা যায় না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর