তবে সংবাদের সারাংশ, নিজস্ব ভাষায় পুনর্লিখন, বা গুরুত্বপূর্ণ
সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
জুমার নামাজ শেষে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম কানের নিচ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়।
তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা জানান—তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন, সিপিআর দিতে হয়েছে, রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতর এখনো গুলি রয়েছে।
হাদির সহযাত্রী মিসবাহ জানান, দুর্বৃত্তরা গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
হাদি আগে জানিয়েছিলেন, গত নভেম্বর মাসে দেশি–বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তিনি হত্যার এবং পরিবারকে নিয়ে ভয়াবহ হুমকি পেয়েছিলেন।
এসআর
মন্তব্য করুন: