[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ২:০০ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের মতো নয়; এবার ভোট হবে নিরপেক্ষ।

আর এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, “এই নির্বাচন সবচেয়ে কঠিন লড়াই—পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়ী করার লড়াই।”

তিনি আরও বলেন, নতুন একটি রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে

। তবে দেশে যত উল্লেখযোগ্য সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরেই এসেছে দাবি করে ফখরুল বলেন, দেশের যেকোনো ভালো অর্জনের পেছনেও বিএনপির অবদান রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর