[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১:২১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসী,

আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল কাদের মোল্লার ইসলামী সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার।

কাদের মোল্লার অবদান

রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ ও গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

নব্বইয়ের দশকে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সক্রিয়।

কলম সৈনিক হিসেবে লেখার মাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত করা।


রাজনৈতিক মামলা ও ফাঁসি

২০১০ সালে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা ও যাবজ্জীবন কারাদণ্ড।

আইন সংশোধনের পর ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে ফাঁসি কার্যকর।

রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় তার ফাঁসির প্রায় দেড় বছর পরে প্রকাশিত।

জামায়াত আমিরের বক্তব্য

ডা. শফিকুর রহমান বলেন, কাদের মোল্লা বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন। ফাঁসির পূর্বে তিনি বলেছিলেন, “সরকার আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে। আমার রক্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে।”
আমির আশা প্রকাশ করেছেন, নেতাকর্মীরা এই আহ্বান মেনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর