এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এদিন বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আমরা আশাবাদী যে, উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। প্রয়োজনে পরবর্তীতে দেশের বাইরেও নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে, তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় হয়নি।
তিনি সবাইকে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে বলেন, খালেদা জিয়া সিসিইউতে সর্বোচ্চ চিকিৎসা সেবার আওতায় আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। “চিকিৎসায় তিনি রেসপন্স করছেন,” বলেন ডা. জাহিদ।
গত শুক্রবার তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের অনুপযোগী শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছেন। বিদেশি চিকিৎসকরাও বোর্ডে যুক্ত থাকায় সময়ের পার্থক্যের কারণে বৈঠকগুলো রাতে হয়। ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।”
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২
৭ নভেম্বর ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় এবং বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসা চলছে।
এসআর
মন্তব্য করুন: