[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

স্বাধীনতার সুফল ঘরে তুলতে আমরা ব্যর্থ হয়েছি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের স্বাধীনতার অর্জন থেকে আমরা প্রত্যাশিত সুফল পেতে ব্যর্থ হয়েছি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ন্যায় ও ইনসাফের কথা বললেও এ দেশের মানুষের ওপর বৈষম্য, জুলুম ও অত্যাচার চালিয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সেই শোষকদের বিদায় করে নতুন স্বাধীনতা অর্জন করে।

ব্রিটিশদের শাসন, পশ্চিম বাংলার আধিপত্য এবং পশ্চিম পাকিস্তানের দখলদারিত্ব—এই তিন শক্তিকে আমরা রক্তের বিনিময়ে পরাজিত করেছি।

কিন্তু নানা ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সেই বিজয়ের প্রকৃত ফসল আমরা ঘরে তুলতে পারিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পরপরই ভারত আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাদের হাতে ‘প্রেসক্রিপশন’ তুলে দিয়েছিল।

স্বাধীনতার পর দেশের মাটিতে না ফিরে তিনি প্রথমে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন করেন।

ভারতীয় সংবিধানের মূলনীতিগুলো হুবহু অনুসরণ করে বাংলাদেশের সংবিধান তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর