[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার অসুস্থতায় শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১:৪৩ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা

জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি ইমেইল সাক্ষাৎকারে তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ—এ কথা জানার পর আমি গভীর উদ্বিগ্ন। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে ২৭ নভেম্বর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর