[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৮:০১ পিএম

সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর

 দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি করেছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব এই দাবি জানান। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও জনাব মাহফুজ আলম পদত্যাগ করার সাথে সাথে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দিবো।’

সম্প্রতি এনসিপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ রাকিব ও আরিফ তালুকদার। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, দলটির বিভিন্ন অনিয়ম ও স্বচ্ছতার সংকটে ছাত্র উপদেষ্টাদের ভূমিকা রয়েছে। তাদের অভিযোগ, মন্ত্রিপাড়ায় বসেই এই দুই উপদেষ্টা দল পরিচালনা করতেন।

তবে এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর