[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

৮ দফা পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৬ এএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে বিভিন্ন খাতের উন্নয়নে ৮টি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচিতে তিনি কৃষক কল্যাণ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা খাত নিয়ে এসব পরিকল্পনা তুলে ধরেন।

ঘোষিত ৮টি পরিকল্পনা


১. কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড

কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে দেওয়া হবে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে—

  • ন্যায্যমূল্যে সার-বীজ-কীটনাশক
  • সরকারি ভর্তুকি ও প্রণোদনা
  • স্বল্পমূল্যে কৃষিযন্ত্র
  • সহজশর্তে ঋণ, কৃষি বীমা
  • আবহাওয়া ও বাজার তথ্য
  • মোবাইলে ফসলের সমস্যার সমাধান
    পাশাপাশি মৎস্যচাষি ও খামারিরাও এই সুবিধার আওতায় আসবে।

২. সারাদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

  • মাধ্যমিক পর্যায় থেকেই তৃতীয় ভাষা (আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান, ম্যান্ডারিন) শিক্ষা চালু।
  • ফুটবল, ক্রিকেট, সাঁতার ও সংগীত, নৃত্য, নাটকসহ ক্রীড়া-সংস্কৃতি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত।
  • মেধাবী তরুণদের শিক্ষকতায় আকৃষ্ট করে বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি।

৩. চাহিদাভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা

  • টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন
  • হাতে-কলমে প্রশিক্ষণ
  • শিল্প-কারখানায় সরাসরি ট্রেনিং
  • আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন
    যাতে তরুণরা দেশে ও বিদেশে ভালো বেতনের চাকরির জন্য প্রস্তুত হতে পারে।

৪. সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন

  • দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
  • সারাদেশে নতুন করে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ (৮০% নারী)
  • মহানগর ও জেলা শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত
  • গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে রোগ শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধি

মাতৃ ও শিশু স্বাস্থ্য: উপজেলা হাসপাতালে নিরাপদ সন্তান প্রসব, নবজাতক ও শিশুর পূর্ণাঙ্গ সেবা।

প্রাণঘাতী রোগ: স্ট্রোক, ক্যান্সার, কিডনি ব্যর্থতা ইত্যাদির চিকিৎসায় পিপিপি মডেল।

ওষুধ সরবরাহ:

  • বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ওষুধ
  • স্বল্পমূল্যে ক্যান্সার-স্ট্রোক-ডায়াবেটিসের ওষুধ
  • দেশে তৈরি ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ

মশাবাহিত রোগ নির্মূল: বছরজুড়ে বিজ্ঞানভিত্তিক মশা নিধন কার্যক্রম।


৫. খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণ

  • মাসিক সম্মানী ও ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা
  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থান
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ
  • ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা
  • হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও একই সুবিধা প্রদান।
  • ৬. নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা
  • দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন–পুনঃখনন
  • তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজ প্রকল্প
  • ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ
  • সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা : বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও রিসাইক্লিং ব্যবস্থা

৭. দেশের ক্রীড়া উন্নয়ন

  • খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা
  • চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা
  • ১২–১৪ বছরের প্রতিভাবানদের জন্য বৃত্তি
  • ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ
  • প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগ
  • প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক
  • বিভাগীয় শহরে বিকেএসপির শাখা
  • গ্রামাঞ্চলে খেলার মাঠ সংরক্ষণ
  • বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ক্রীড়া সুযোগ
  • দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর