বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান সম্পন্ন করেন। এসময় তাকে লক্ষীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমীর খসরু।
জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে তিনি লক্ষীপুর-১ আসনে জোটের প্রার্থী ছিলেন। এবার দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে নিজ দল বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন তিনি।
মনোনয়ন প্রসঙ্গে আমীর খসরু বলেন,
“আন্দোলন-সংগ্রামে সেলিমের অবদান বিবেচনায় তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে এই আসনে বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবার অংশগ্রহণ অপরিহার্য। ব্যক্তিগত মান-অভিমান থাকতে পারে, তবে লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গায় ঐক্য ধরে রাখতে হবে।”
যোগদান অনুষ্ঠানে আবেগঘন প্রতিক্রিয়া জানান শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন,
“আমাদের রাজনীতির সূচনা ছাত্রদলের হাত ধরে। নানা কারণে একসময় বিএনপি থেকে দূরে থাকলেও হৃদয়ে সবসময় বিএনপিকে ধারণ করেছি। বিগত সময়েও বিএনপির সঙ্গেই রাজনীতি ও আন্দোলন চালিয়ে গেছি।”
এসময় তিনি বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে আরও বলেন,
“২৫ বছর পর ঘরে ফিরতে পেরে গর্বিত বোধ করছি। যারা আমার সঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন হবে বলে আশা করছি। আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব—এটাই আমার অঙ্গীকার।”
যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: