[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে একটি দল’- সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ৪:১০ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে— এমনকি দাবি করছে, তাদের মার্কায় ভোট দিলে ‘জান্নাত নিশ্চিত’।

কিন্তু জনগণের বাস্তব জীবন, দেশের উন্নয়ন বা রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের কোনো স্পষ্ট বক্তব্য, নীতি কিংবা পরিকল্পনা নেই। শুধুই ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোটের রাজনীতি করা হচ্ছে, যা তিনি জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,
“আমরা ধর্মকে রাজনৈতিক ট্যাবলেট বানাতে চাই না। আমরা চাই দেশের কল্যাণে কী পরিকল্পনা আছে— তা মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে। জনগণকে সহজ ভাষায় জানাতে হবে বিএনপির নীতি, লক্ষ্য ও কর্মপরিকল্পনা।”

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য পূর্বপ্রস্তুতি না থাকলে তা নিজেদের ব্যর্থতার পথ তৈরি করা ছাড়া আর কিছু নয়। জনগণ এখন সচেতন— কে ধর্মের নামে ব্যবসা করছে, আর কে বাস্তব উন্নয়নের কথা বলছে, তা তারা বুঝতে পারে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই অভিযোগ তোলেন। তিনি বলেন,
“জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে, বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।”

বিএনপির সাত দিনব্যাপী এই কর্মসূচির এটি দ্বিতীয় দিন। কর্মসূচির লক্ষ্য— আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের মতামত সংগ্রহ করা, যা পরবর্তীতে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নে ব্যবহার করা হবে।

দ্বিতীয় সেশনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর