[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ‘এনডিএফ’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ জোটের সূচনা করা হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়।

সেখানে ১৬টি দল অংশ নিলেও পরবর্তী সময়ে আরও কয়েকটি দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর