[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৬:২৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে

দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে অতীতে যেমন বিএনপি সফল হয়েছিল, ভবিষ্যতেও তারাই তা করতে সক্ষম। তিনি দাবি করেন, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে বিভিন্ন বাহিনী গঠন করেছিল, যদিও পরে স্বৈরাচারী সরকারের সময়ে সেই বাহিনী রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। তারেকের ভাষায়, “দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিকভাবে নিতে পারে একমাত্র বিএনপিই।”

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সংকট মুহূর্তে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই পরিস্থিতির বাস্তব উন্নতি হয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে গত ১৬ বছরের স্বৈরশাসনের ক্ষতি জনগণ প্রত্যক্ষভাবে বুঝতে পারছে।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। তাই জনগণের সামনে দাঁড়াতে দল কখনোই পিছপা নয়। মুক্ত মত প্রকাশ দমনের কঠোর পরিস্থিতিতেও দল ‘৩১ দফা সংস্কার প্রস্তাব’ জনগণের সামনে উপস্থাপন করেছে।

তারেক রহমান সতর্ক করে বলেন, সামনে কঠিন সময় আসছে এবং বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে। তার মতে, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিই এসব ষড়যন্ত্র প্রতিহত করতে পারে। গণতন্ত্রই এর একমাত্র পথ—গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সব বাধা মোকাবিলা করা সম্ভব।

আরেক প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ অতীত ভুলিয়ে ভিন্ন ব্যক্তিদের দিকে নজর দিতে বলে, কিন্তু ১৯৭১ সালে তাদের ভূমিকা—নৃশংসতা, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা—মানুষ এখনও ভোলেনি।

শেষে তিনি বলেন, বিএনপি জনগণের জন্য বাস্তবে যা করতে পারে, সেটাই প্রতিশ্রুতি দেবে। মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়ে কোনো দলই প্রতিশ্রুতি দিতে পারে না। সবকিছুর মালিক আল্লাহ, আর কিছু মানুষ নানা বিষয়ে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বিক্রি করে বেড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর