[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন

তিনি জানান, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন, নাগরিক অধিকার সংরক্ষণ ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই নতুন প্ল্যাটফর্ম কাজ করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের দাবিকে সামনে রেখে জোটটি তার রাজনৈতিক যাত্রা শুরু করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর