[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে বাংলাদেশে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে।

তাঁর দাবি—একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করতে চাইছে।

রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনে এ অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা ধর্ম মানি ও পালন করি।

কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকারের দেশ—১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সবার বাংলাদেশ।

তিনি আরও বলেন, সব ধরনের অপচেষ্টাকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকে।

মির্জা ফখরুল জানান, নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা ঘোষণা করেছেন তারেক রহমান। তাঁর ভাষায়, এ কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি আধুনিক ও অগ্রসর রাজনৈতিক দল। বিএনপিকে নেগেটিভভাবে উপস্থাপনের প্রবণতা ভাঙতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ছাত্রদলের প্রতি অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি গ্রামে পৌঁছে দিতে তোমরা সক্ষম হয়নি। আমি মাঠে গেলে তার প্রতিফলন দেখি না।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সংগঠনের সক্রিয়তার ঘাটতির কারণে সাম্প্রতিক নির্বাচনগুলোতে দল ভালো করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর