[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু- তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তাঁর মতে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্রের অধিকারী এবং গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।

ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিন তৎকালীন স্বৈরশাসন অবসান ঘটে। তাঁর দাবি অনুযায়ী, ১৯৮২ সালের ২৪ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক শক্তির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতান্ত্রিক ব্যবস্থা স্থগিত করেছিলেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে ধারাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, তা এরশাদের শাসনে ক্ষতিগ্রস্ত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন পরিচালনা করেন এবং ১৯৯০ সালের ঐতিহাসিক গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসন পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সেই ধারাবাহিকতায়, তাঁর ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আরেকটি দমনমূলক শক্তি পরাস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বেগম খালেদা জিয়ার ওপর নানাধরনের নিপীড়ন চালানো হয়েছে, যার ফলে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর