গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে
উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও কাতারের আমিরের পাঠানো বলে জানা এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি। সকাল পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষও কোনো অবতরণের আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।
বিএনপির মিডিয়া সেল জানায়, এয়ার অ্যাম্বুলেন্সের আগমনের নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয়। আগের রাতেই দলটি জানিয়েছিল, বিমানের কারিগরি সমস্যার কারণে তা পৌঁছাতে দেরি হচ্ছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে প্রথমে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার অবস্থা দেখবেন এবং এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি ঠিক না হওয়ায় আজই তাকে লন্ডনে নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও তার অবস্থা পর্যালোচনা করেছেন। বিমানে যাত্রার সময় জরুরি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: