বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি মধ্যরাত বা শুক্রবার ভোরের মধ্যে ঢাকায় অবতরণ করতে পারে।
তবে প্রথমে ধারণা করা হয়েছিল যে, এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছাবে, কিন্তু ‘টেকনিক্যাল সমস্যা’ের কারণে তা কিছুটা বিলম্বিত হতে পারে।
বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে রাতেই। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জানান, কিছু প্রযুক্তিগত কারণে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন বিলম্বিত হতে পারে।
ফলে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় শুক্রবার সকাল ১০টার পরে হতে পারে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন এবং কিছুদিন ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নেন। গত ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরে আসেন।
এদিকে বৃহস্পতিবার রাতেই লন্ডন থেকে দেশে ফেরার পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, “ভাবি লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বাংলাদেশ বিমানে রওনা হবেন। ফ্লাইট শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে রওনা দেওয়া হবে। সেক্ষেত্রে রওনা হতে কয়েক ঘণ্টার বিলম্ব হতে পারে।”
খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন—
খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন,
চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী,
ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী,
ডা. শাহাবুদ্দিন তালুকদার,
ডা. নুরুদ্দীন আহমদ,
ডা. জাফর ইকবাল,
ডা. মোহাম্মদ আল মামুন,
হাসান শাহরিয়ার ইকবাল,
সৈয়দ শামীন মাহফুজ,
মো. আব্দুল হাই মল্লিক,
মো. মাসুদার রহমান,
ফাতেমা বেগম,
রূপা শিকদার।
এসআর
মন্তব্য করুন: