[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
শনিবার (২৯ নভেম্বর) তারা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক পরিস্থিতি ও চলমান চিকিৎসা নিয়ে কথা বলেন।

এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

হাসপাতাল পরিদর্শনের পর তাসনিম জারা বলেন, খালেদা জিয়া সব সময় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করেছেন। তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তিনি আরও মন্তব্য করেন যে, দেশের রাজনৈতিক পরিবর্তনের পথচলা যেন খালেদা জিয়া নিজে প্রত্যক্ষ করতে পারেন। এ সময় তিনি সরকারি সময়কালে চিকিৎসা পাওয়া নিয়ে তার দলের অভিযোগও তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীও একইভাবে দেশবাসীকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করার আহ্বান জানান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর