[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

বললেন মির্জা ফখরুল

বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৪:৫০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

গণমাধ্যমকর্মীদের সংগঠনের বিভক্তির কারণে অনেক সময় সাংবাদিকরা নিজেরাই রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবের মধ্যে চলে যান।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “আপনাদের সাংবাদিক সমাজে অনেকগুলো সংগঠন—বিএফইউজে, ডিআরইউ—এসবের আবার একাধিক গ্রুপ রয়েছে। এই বিভক্তির মধ্যেই অনেকে দলীয় অবস্থান নিয়ে ফেলছেন। রাজনীতিকরা সবসময় চাইবেন সাংবাদিকদের নিজেদের দলে টানতে। কিন্তু সাংবাদিকরাই যদি স্বেচ্ছায় সেই জায়গায় চলে যান, তাহলে সমস্যার সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। “৩১ দফা ঘোষণায় আমরা পরিষ্কারভাবে বলেছি—দেশে একটি স্বতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ তৈরি করতে চাই। এজন্য ক্ষমতায় গেলে একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছি। জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে বিষয়টি আমরা অগ্রাধিকার দেব।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর